জীবনে যা ভুল করেছি
ভুলগুলি তো ভুলই ছিল।
ভুল করেও চাইনি ক্ষমা
ভুলগুলি সব রইল জমা
বলবো কত ভুলের কথা
জীবনটাই ভুল কবিতা।
জীবনে যা ভুল করেছি
ভুলগুলি তো ভুলই ছিল
ভুলে ভুলে জীবনটাতো
ভুল করেই কেটে গেল ।
ভুলের স্রোতে জীবন নদী
ভাটির টানে ছোটে গেলো
ভুল মোহনায় মিশতে গিয়ে
কুল গুলো সব ভেঁঙ্গে গেল।
ভুলের সাগর পাঁড়ি দিতে
জীবনতরী ডুবে গেলো।