ভালো থেকো কবি এলমায়া ক্যাব্বারোভা- ভালো থেকো
ভালো থেকো থেকো পুস্পোদ্যান নিসর্গশোভা-ভালো থেকো।
ভালো থেকো ফুল-ভোরের বকুল- ভালো থেকো।
ভালো থেকো চিল-আকাশের নীল-ভালো থেকো।
ভালো থেকো কাক-ডাহুকের ডাক- ভালো থেকো।
ভালো থেকো শালিক-মাঘের কুকিল-ভালো থেকো।
ভালো থেকো বক-জলাশয় বিল- ভালো থেকো।
ভালো থেকো ডানা-উড়ে যাওয়া পাখি ভালো থেকো।
ভালো থেকো কাজল-জলে ভেঁজা আঁখি-ভালো থেকো।
ভালো থেকো গাছ-পুকরের মাছ- ভালো থেকো।
ভালো থেকো পাতা-ভোরের শিশির- ভালো থেকো।
ভালো থেকো জল-নদীটির তীর-ভালো থেকো।
ভালো থেকো ছায়া-প্রেমপ্রীতি মায়া- ভালো থেকো।
ভালো থেকো বন-মানুষের মন- ভালো থেকো।
ভালো থেকো স্মৃতি-মনের মধ্যখানে-ভালো থেকো।
ভালো থেকো চুন-সুপারী আর পানে-ভালো থেকো।
ভালো থেকো আশা-স্নেহ ভালোবাসা-ভালো থেকো।
ভালো থেকো মধু-সব নববধূ-
ভালো থেকো।
ভালো থেকো বৌ-মৌচাকের মৌ-ভালো থেকো।
ভালো থেকো মনোরমা-সুন্দরী তিলোত্তমা- ভালো থেকো।
ভালো থেকো স্বপন-সোনার যৌবন-ভালো থেকো।
ভালো থেকো পা-পায়ের নূপুর-ভালো থেকো।
ভালো থেকো ভোর-রোদেলা দুপুর-ভালো থেকো।
ভালো থেকো মনোবল-যুবক বৃদ্ধ দল-ভালো থেকো।
ভালো থেকো মেলা-দুরন্ত ছেলেবেলা-ভালো থেকো।
ভালোথেকো বিকেল-সন্ধ্যেবেলা-ভালো থেকো।
ভালো থেকো বাঁশ-রাখালের বাঁশী-ভালো থেকো।
ভালো থেকো কোলাহল-হাসি আর খুশি-ভালো থেকো।
ভালো থেকো মা-মাসি আর পিসি-ভালো থেকো।
ভালো থেকো পিতা পিতৃ সহোদর-ভালো থেকো।
ভালো থেকো পিতৃ মাতৃ সব বংশধর-ভালো থেকো।
ভালো থেকো ভাই-আদরের বোন-ভালো থেকো।
ভালো থেকো বন্ধু আর-আত্মীয় স্বজন-ভালো থেকো।
ভালো থেকো নরনারী-জোয়ান আর বুড়োবুড়ি-ভালো থেকো।
ভালো থেকো পথঘাট-বাড়ি আর গাড়ি ভালো থেকো।
ভালো থেকো শিল্পী-পটে আঁকা ছবি-ভালো থেকো।
ভালো থেকো গল্প- কবিতা আর কবি-ভালো থেকো।
ভালো থেকো নীলাকাশ-মাটির পৃথিবী-ভালো থেকো।
ভালো থেকো ভালো থেকো
ভালো থেকো।
উৎসর্গ: আজারবাইজানের প্রিয়তম কবি এলমায়া ক্যাব্বারোভা কে ভালোবাসা সহ।
তারিখঃ রবিবার ২০-০৮-২০২৩
রচনা স্থান: বাংলাদেশ