আলেমুল গায়েব আল্লাহ জাহের বাতিনি
বাক্য ও ভাষার মুলে তিনি মধ্যমণি
কালি কলম মন লিখে তিনজন
এই তিনের প্রাণভোমরা সেই চিন্তামণি।

তিনিই যুগিয়ে দেন বাণী ও লিখনি।
তাঁর থেকে আসে সব ভাবের যোগান,
জ্ঞান বিজ্ঞানের আদ্যন্তে তিনি বিদ্যমান।

কবির চিন্তালোকে ধ্বনি প্রতিধ্বনি মুখে
কবিতার গতরে ছত্রে বাঁজে তার বাঁশী
কবির ভাবনা জগত,
সে মহা ভাবসিন্ধুর,একবিন্দু  জলরাশি।