আমাদের বাপ দাদার আমলের আদি ও আসল বাংলা অভিধানের
বাংলা শব্দের মানে এখন আমরা আর ঠিকঠাক রাখতে পারছিনা।
যেমন এখন আমার মনে হয় উন্নয়ন শব্দটি ভাঙ্গাঁ রাস্তাঘাটের সমার্থক।
চার দিকে রাস্তাঘাট ভাঁঙ্গা,যারা এসব ঠিকঠাক করবেন তারা ভাঁঙ্গা রাস্তার কিনারে বিশাল শামিয়ানা টাঁঙ্গানো জনসমাবেশে
গলা ফাটিয়ে বলছেন আমরা দেশের উন্নয়নে আমাদের জান প্রান বিলিয়ে দিচ্ছি।
সড়ক জনপথ সব কিছুরই ব্যাপক উন্নয়ন হচ্ছে।
সমাবেশের জনসমুদ্র থেকে তুমুল করতালির ঢেউ
গিয়ে আছড়ে পড়ছে ভাঁঙ্গা রাস্তার উপরে।