এসো ভাইসব,
দলাদলি ছেড়ে এবার আমরা একটু গলাগলি করি,
পরস্পর শুনি পরস্পরের সুখদুঃখের কথা।
পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে আমরা একটু পরোপকার করি, প্রতিবেশীর সাথে করি সদাচরণ।
বিয়েশাদী সিন্নি জিয়াফতে একে অন্যকে দিই দাওয়াত, উৎসব অনুষ্টান ঈদে জামাতে
আমরা একে অন্যের সাথে মেলাই হাত।
এক গ্রামের মানুষ, ভোরে দুয়ার খুলেই একে অন্যের মুখ দেখাদেখি,
ভাইসব কও দেখি কার সাথে- কার দেখা হয়না ঘাটে মাঠে- হাটে বাজারে?
এসো ভাইসব আমরা আমাদের গাঁও গেরামে ফিরিয়ে আনি সমতা আর মমতা,
ভুল বুঝাবুঝি হতেই পারে?এসো এর একটু মীমাংসা করি,
মিল মহব্বতের জন্য হারতে শিখি, ছাড়তে আর ছাড় দিতে রাজি হই।
এসো ভাইসব,
আমরা দলাদলি ছেড়ে একটু গলাগলি করি,
ভেঙে চুরমার করি বিভক্তি কোন্দল,
গাঁও-গেরামে ফিরিয়ে আনি একতা-একতাই বল।
তারিখ: ০৩-০৯-২০২০ ইং