চাইনে তোমার উরুসন্ধির
রক্তজবায় পরাগায়ন
মনোভুমে করো যদি
আমার প্রেমের চারা বপন।

আসবো আমি কথা দিলাম
মন পবনের নায়
প্রানের প্রিয়া বসত করো
তুমি যেখানটায়।

এবার তুমি ভাবতে চাইলে
ভাবার সময় নিও
আমিতো সবসময় আসি
তুমি অবসর মত আসিও।