তুমি আসবে বলে
বাড়ির আঙিনা ঘরের মেঝে
ঝাঁড় পোছে রেখেছি পরিস্কার।
খাঁটের উপর ফুলতোলা
বিছানা চাঁদর বিছিয়ে
রচনা করেছি আরামের
শয্যা তোমার।
মাটির বেড়ায় লাগানো
আয়নার সামনে দাঁড়িয়ে
চোখে সুরমা,ঠোঁটে গোলাপী লিপষ্টিক,
গালের দুপাশে স্নো দিয়ে
মুখাবয়বে চারুকার্য্য অঙ্কন করলাম আর
গ্রীবায় সামান্য সুগন্ধি পাউডার মাখলাম।
তোরঙ্গেঁ রাখা একজোড়া কানের ঝুমকা,
এমিটেশনের একগাছি গলার হার,আর
কর্পুরের গন্ধমাখা একখানা ছাঁপার শাড়ি,
সুতীর নতুন ব্লাউজের রং হালকা খয়েরী
অঁঙ্গে পড়েছি,যদি তুমি অন্তত একবার
মুগ্ধ নয়নে মুখ তুলে চাও?
নারিকেল কুঁড়ে শাইল ধানের চিঁড়ে
আর বিন্নি চালের পায়েস।
খেজুর গুড়ের কিছু সুমিষ্ট সন্দেশ,
রেখেছি তোমাকে খাওয়াবো বলে
যদি বলো মৃদু হেসে মুখে তুলে দাও?
মোরগ মাংসের পোলাও
রেধেছি যদি তুমি খাও?
কই মাছ পছন্দ তোমার
সরিষার তেলে ভেঁজে রেখেছি তাও।
জিওল শিংমাছ আর
পুঁই শাঁকের পাতা রেখেছি তুলে,
তুমি আসবে বলে।