আমার যখন একুশ বছর
তুমিও তখন ভরাযৌবন
আটারো'তে পা দিলে
প্রেম নিবেদন করেছিলাম
লজ্জা শরম ভুলে।
তুমি বললে দুরে থাকো
এসোনা আমার কাছে
পাড়ার লোকে দেখে যদি
মন্দ বলবে পাছে।
প্রেমের ফাঁদে পড়তে
আমি ভীষন ভয় পাই
আমার বাবা বেজায় রাগী
দিলাম তাঁর দোহাই।