বাঁশী আসলে বাঁশ
মানুষ মরলে লাশ
জুয়াখেলায় বাজি
ধরলে,ধন সম্পদ নাশ।

ইট আসলে মাটি
বাঁশ কাটলে লাঠি
দুখ পাইলে উফ্
ঝোপ বুইজ্যা কোপ।