বৈশাখী ঝড়ে তুমি উড়ে যাওয়া ধুলি
জৈষ্ঠের পাকা আমে ভরা শাখাগুলি।
আষাঢ়ে আকাশে তুমি মেঘের হাতছানি
শ্রাবনে অঝোর ধারা বৃষ্টির পানি।
ভাদরে ভরা নদীর কুলু কুলু ধ্বনি
আশ্বিনে পালতোলা মাঝির তরনী।
কার্তিকের ভোরে তুমি ফুলের সুবাস
অঘ্রানে শিশির ভেঁজা কঁচি কঁচি ঘাস।
পৌষের শীতে তুমি ঝরে পরা পাতা
মাঘের কুয়াশা ঘন অমল শুভ্রতা।
ফাগুন স্বন্ধ্যায় তুমি কুকিলের কুহু কলোচ্ছাস
চৈত্রের দুপুরে তুমি শীতল বাতাস।