সময় কারো আপন নয় বৈরী ও নয়।
সময়ের সদ্ব্যবহার করতেই হয়।
সময়ের সময় নেই বসে থাকবার
যে সময় চলে যায় ফিরেনা আর।
সময় থাকতে লাগো সময়ের কাজে,
সময় থাকেনা বন্দী আলমীরার ভাঁজে।
সময় গড়িয়ে যায় থাকে শুধু ছাপ,
সুকর্মের শুভচিহ্ন কূকর্মের জন্য মনস্তাপ।
এর থেকে ক্ষমা নাই নাই নিস্কৃতি,
মনের ভাণ্ডারে জমা রয় সব স্মৃতি।