আমরা নিজে ধন্য না হলে
অন্যকে ধন্যবাদ দিতে পারিনা
এই যেমন ধরুন, আমি কবিতা লিখি।
কেউ একজন আমার কবিতা পড়ে বললেন,বেশ সুন্দর লিখেছেন,
বড় ভালো লাগলো পড়ে।
আমি উৎফুল্ল জবানে তাকে বললাম ধন্যবাদ।
এর মানে তিনি আগে আমাকে প্রশংসায় ধন্য করে,
নিজের জন্য একফোঁটা ধন্যবাদ ক্রয় করলেন।
এই কেনাবেচার হাঁটে নিঃশর্ত ও নিঃস্বার্থ ধন্যবাদ এদানিং বরবাদ হতে চলেছে।
সালাম কালাম আদব কায়দা তমিজ তমদ্দুন প্রদর্শনে আমরা বড় কৃপণ।
আমি চাই আমাকে সবাই মান্য করুক, আমি আগে গন্যমান্য হই।
আমার ঝুলি উপচেপড়া মানসম্মানের, খয়রাতি আদেশ উপদেশ বিতরন করি লোক সমাজে।
যারা আমার খোঁজ নিতে আসে,
আমি তাকিয়া হেলান দিয়ে বসি, তারা স্বসম্ভ্রমে দাঁড়িয়ে থাকুক আমার চারপাশে।
আমি সাহেব সেজে মোসাহেবের মধ্যমণি হই,
নিজে যা মানিনা অন্যকে তা মানাতে ফাঁদি
কুটচক্র ফাঁদ।
বিনা বাক্যে যে তা মানে, তাকে বলি তোমাকে ধন্যবাদ।