তোমাকে আমার অন্তরের সবচে কোমলতম স্থানে রেখেছি
পাছে তোমার নরোম কোমল অঁঙ্গে আঘাত লাগে।

তোমাকে আমার বুকের গভীরতম কন্দরে রেখেছি পাছে তোমার শ্রীঅঁঙ্গে
বিশ্রী বেঁদনার ঝড়ো হাওয়া লাগে।

যতো বেঁদনা কষ্ট
সব কিছু নিলাম আমি আমার ভাগে।
সুখের অংশটুকু দিলাম তোমাকে।