আমার চোখে তোমার মতো সুন্দরী কেউনেই
আমার মুগ্ধনয়ন চেয়ে কেবল দেখে তোমাকেই।
তোমার খোঁপা ছাড়া আমার কোন ফুলদানী নেই,
পুস্প তুলে সাজিয়ে দিলাম তোমার খোঁপাতেই।
তোমার চোখ ছাড়া আমার কোন সুরমাদানি নেই,
সুরমা এনে লাগিয়ে দিলাম তোমার চোখেতেই।
তোমার অঁঙ্গ ছাড়া আমার কোন আতরদানি নেই,
আতর এনে মেখে দিলাম তোমার অঙ্গেতেই।
তুমি ছাড়া আমার কোন সুজনসখী নেই
আমার ভালোবাসা শুধু দিলাম তোমাকেই।