মান্যগন্য বৌঝি'রা
শুনেন দিয়া মন
প্রেম পাগলার সামনে
কেউ পড়বেন না কখন।
এই পাগলা ভীষণ ডাকু
সুযোগ পাইলে নাড়ে সাঁকো
পা পিছলে পড়ে গেলে
মিলবেনা নিস্তার।
আবুর মার সামনে গিয়া
সাজবে ফুলবাবু
ভাবেসাবে সতীনারী
শেষ পর্যন্ত কাবু।
পড়ে গেলে হাত ধরে
উঠাইবো একবার
দশবার শোয়াইয়া
শোধ লইবো তার।