তটিনি শান্ত ধীর
কাশফুলে ভরা তীর
সফেদ স্বপন নীড়।
বাতাস ঝিরঝির সুমন্দ।
বয়ে আনে বকুল আর
শিউলির সুগন্ধ।
আসমানে সাদা মেঘ
ঝড় ঝঞ্জার নাই বেগ
ভোরবেলা বিশ্বলোকে
পদ্ম পাতার বুকে
রোদ আর শিশিরের ছন্দ।
বিলেঝিলে মাথা তুলে
শালুক শাপলা ফুলে
ভ্রমরের মনে কি আনন্দ।