পথ কিন্তু একটাই
গন্তব্যও এক
মত হলো ভিন্নভিন্ন
বাহন ও অনেক।
যে পথ ধরে রথ
জগন্নাথ মন্দিরে যায়
সে পথের উপর দিয়েই
নামাযী যায়
মসজিদে ঈদগায়
খ্রীষ্টভক্ত চার্চে গীর্জায়।
বৌদ্ধের মট
সাধনার তট
আদিবাসী'র
উপাসনালয়
ঐ পথের কিনারায়।
ভক্তির তফাত নাই
যুক্তির বেশকম
মানুষের আদিপিতা
হযরত আদম (আঃ)
মানুষ মানুষে হোক
আন্তরিক মিল।
যে যার ধর্ম মানুক
মারিওনা ঢিল।