যাদের অভাব নেই আর যাদের অভাব আছে,
ঈদের আনন্দ সমান নয় তাঁদের কাছে,
আনন্দটা সমান করে নিতে হবে,
গরীবকে তাঁর প্রাপ্যটুকু দিতে হবে।

ঈদ তাহলে হবে সমতার
ঈদ তাহলে হবে মমতার।

মানুষের দ্বারাই হয় মানব কল্যাণ
মানুষের থাকা চাই এই কাণ্ডজ্ঞান।
মানুষ যদি মানবতা বুঝে,
আসল আনন্দ যেনো সেখানেই খুঁজে।

ঈদ তাহলে হবে আলো আশার
ঈদ তাহলে হবে ভালোবাসার,
ঈদ তাহলে হবে মানবতার।