এই কারনে তুমি আমায় ভুল বুঝেছ প্রিয়
প্রথম দেখার দিনে দোকান থেকে কিনে,
আমি তোমায় ফুল দেইনি একটিও?
কিন্তু তোমার এই কথাটি হয়তোবা নেই জানা
তোমাকে দিয়েছি আমার পুস্পভরা সমগ্র পৃথিবীখানা।
ফাগুন এলে ধরনীতলে ফুঁটে যত ফুল
তোমার খোঁপায় বেণী হতে সকলে ব্যাকুল।

বর্ষাকালে ডালে ডালে কদম যত ফুঁটে
সকলি পড়তে চায় তোমার চরনতলে লুটে।
শরৎকালে বিলেঝিলে শাপলা শালুক যত,
তোমার স্পর্শ পেলে তারা আনন্দে আপ্লুত।
ভুমিতলে ফুঁটে যত সুগন্ধি গোলাপ,
কান পেতে রয় শুনতে তোমার প্রেমময় আলাপ।

হাস্নাহেনা সন্ধ্যামালতী রাতের নিশিগন্ধা
ঘুমে তাদের নেই কোন অভ্যাস
বিনিদ্র রজনীতে তোমাকে বিলায়
নিরন্তর সুবাস।

প্রভাতবেলা বকুল জবা জুঁই চাঁমেলী যত
তোমার গলের মালা হতে প্রার্থনাতে রত।
শিমুল পারুল হিজল জাঁরুল তমাল বঁইচি গাঁদা
সর্বদাই থাকতে চায় তোমার খোঁপায় বাঁধা।