চৈত্র অবসানে
গঞ্জের মহাজনে
সাদর সম্ভাষনে
লিখেছেন এক চিঠি,
শুভ নববর্ষ উপলক্ষে
আমাদের শুভ হাল
খাতা মহরত কক্ষে।
পরিবেশন করিবো মিষ্টি
এতদ্বার্তে সন্মানিত
মহাশয় গনে-
আকর্ষন করিলাম দৃষ্টি।
আশাকরি আসিবেন সবে
হালখাতা মহরত উৎসবে।
এটুকু আমাদের বিনীত আরজ,
বাদ বাকী আপনাদের
বছরান্তিক দোকান দেনা
পরিশোধের গরজ।