নীল আকাশের তারা গুলি সন্ধ্যা হলে নয়ন মেলি জলের আয়নায় দেখে নিজের মুখ।
আমার দুটি নয়নতারা দেখিতে তোমার চেহারা রয়েছে উৎসুক।
জলেস্থলে গগনতলে খুঁজি তোমায় সাঁঝসকালে।
নিদ্রা এলে নয়নজুড়ে স্বপ্নে দেখি ঘুমের ঘোরে।
শুয়ে আছো আমার ধারে শান্ত হয়ে চুপটি করে।
সুখস্বপন ফুরালে পরে নিদ্রাহীন একাকী ঘরে।
আঁখিপাতে নামে অশ্রুধারা নিশি অবসান হলে পূর্বাকাশে জ্বলে ওঠে শোকতারা।
তুমি কি সেই ভোরের তারা?