হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জয়বাংলা জয় বঙ্গবন্ধু
বাঙালির এক চিরায়ত স্লোগান।
বাঙলা মায়ের এক বজ্রকন্ঠী সুর্য সন্তান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাঁর বিয়োগ ব্যথায় বাঙালি জাতি
চিরদিন রবে শোকে মুহ্যমান।
বাংলাদেশের মানুষের এক প্রিয় নাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরের কালোরাতে,
যারা তাঁকে স্বপরিবারে করেছে হত্যা
বাঙলার ইতিহাসে রবে চিরদিন তাদের বদনাম।