আমি হিন্দু নই আমার তীর্থভুমি
নয় হিন্দুস্থান।
কোন বৃক্ষ তলে আমি লভিনি নির্বান
রাজপুত্র নই কোন নই আমি বুদ্ধ হীনযান।
ক্যাথলিক প্রোটেষ্ট্যান
কিংবা নই কোন রোমিও খ্রিশ্চান
আমি নই নাম মাত্র কোন মুসলমান।
প্রানী কুলে আমি এক মহা ভাগ্যবান
আদমের বংশ আমি মানব সন্তান
আমার ভেতরে আছে মুসল্লম ঈমান ।
শৈব শাক্ত ব্রাহ্মন মানিনা জাতপাত
সকলকে দেই আমি সাম্য আর শান্তির দাওয়াত।