পথের উপরে রথ তার উপরে রথী
সজোড়ে ঠেলিতে আছে কত পুণ্যমতি,
জোর যার পুন্যভার তার ভাগ্যে জোঁটে।
কমজোর পিছে পড়ে মরে মাথা কুঁটে।
বলবান ভক্তি বলে রশি ধরে আগে চলে
পুন্যবাহী রথচক্র ছোটে দ্রুত গতি
পুন্যলোভী কমজোরের বাড়ে দুর্গতি।
দুর্বলের প্রাণনাথ মহাপ্রভু জগন্নাথ,
রথীর উপরে তিনি- মহারথী,
ক্ষুব্ধ হন দেখে এমন সাম্যহীন নির্দয় আরতি।
পথের ধুলি উড়ে কহিল নিরুচ্ছারে ধিক তোমায় রথ,শত ধিক ওরে রথের সারথী,
চোখে দেখিসনা বুঝি ভক্তের দুর্গতি।
ভক্তের ব্যথিত হাহাকার কানে ও শুনিসনা বুজি হায় দুর্মতি।
ঐ শোন রাগিয়া কহিতেছেন প্রভু
নিরুপায় নিরীহ ভক্তেরে পদদলিত করে
এমন উপাচার আমি চাইনারে কভু।