(১)
বাঁশী আসলে বাঁশ
মানুষ মরলে লাশ
জুয়াখেলায় বাজি
ধরলে,ধন সম্পদ নাশ।

ইট আসলে মাটি
বাঁশ কাটলে লাঠি
দুখ পাইলে উফ্
ঝোপ বুইজ্যা কোপ।
(২)
বাঘ আর ছাগ দুগ্ধ
একই রং তায়,
এক পাত্রে মিশে গেলে
চেনা বড়ো দায়।
(৩)
শ্বাস থাকলে আশ
নেশা করলে দিশা নাশ
গলায় দড়ি দিয়া মরলে
তারে কয় ফাঁস।

বাঁচলে জিতা
মইলে মাটির তলে।
নইলে চিতা।
(৪)
অতি চালাক
গলায় দড়ি
আয়ু থাকতে
কেন মরি?

অসাধুর সাধুবেশ
ন্যাড়া মাথায়
নকল কেশ।
(৫)
অবুঝ কে নাড়া
বুঝদার কে ইশারা।
ধৈর্য্যশীল অবিরাম
নড়ে আর চরে-
অধৈর্য মাঝে মাঝে
জিরায় আর দৌড়ে।