বয়স অইছে বউত
বাকী রইছে মউত
বউ মরছে খাইল
একদিন ফরে বুড়া
হাঙার লাগি বাইল।
ফুয়ার ঘরের নাতি
লগে যায় বৈরাতি
গাও দেশও ইতা লইয়া
বেশ মাতামাতি।
শব্দার্থঃ
অইছে-হয়েছে।
বউত-বহুত।
রইছে-রয়েছে।
মউত-মৃত্যু।
মরছে-মৃত্য হয়েছে।
খাইল-গতকল্য গতকাল।
হাঙার লাগি বাইল-দ্বিতীয় বা তৃতীয় বিবাহের জন্য প্রস্তূত।
ফুয়ার-পুত্রের।
বৈরাতি-বরযাত্রী।
গাও-গ্রাম।
মাতামাতি-আলোচনা সমালোচনা।