শুরু‌ আল্লাহর নামে,যিনি সীমাহীন মেহেরবান,পরম দয়ালু।

১.পড়ুন-আপনার রবের নামে,যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন।
              ২.তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে।
         ৩.পড়ুন-আর,আপনার রব মহা দয়ালু।
                      ৪.যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্ধারা।
                                 ৫.মানুষকে শিক্ষা দিয়েছেন,যা সে জানত না।

সুরা.আলাক-মক্কী-আল-কোরআন:আয়াত:১-৫।

তারপরেঃ
পড়ো-কলেমা,নামাজ-পড়ো-কোরআন-হাদিস।
পড়ো-দুরুদ সালাম-জিকির নামধাম।

পড়ো-আল্লাহ আরশ কুর্শি-লওহ কলম।
পড়ো-বায়তুল্লাহ খানায়ে ক্কাবা  -মক্কা মোয়াজ্জমা।
পড়ো-অনাদি অনন্ত,আদি অন্তহীন,মৃত্যু ক্ষয় লয় ভয়হীন অসীম।
পড়ো-অক্ষয় অব্যয় তন্দ্রা নিদ্রাহীন-চির জাগ্রত চিরন্তন চিরঞ্জীব।
পড়ো-নির্জন নিরঞ্জন একক-একাকী অমুখাপেক্ষী অদ্বিতীয়।
পড়ো-আল্লাহ তায়ালা পরম-পালক প্রতিপালক-দাতা ত্রাতা,স্বয়ম্ভু স্বয়ং সক্রিয়।
পড়ো-নবুয়ত রেসালতে আওয়াল -খতমে নবুওয়ত রেসালাত, আবদুল্লাহ ইবনে মোহাম্মদ সাঃ
পড়ো-জাহের বাতেন, আওয়াল আখেরি পয়গম্বর হযরত মোহাম্মদ মোস্তফা সাঃ
পড়ো-সায়্যিদুল মোরসালিন রাহমাতুল্লিল আলামীন-মোবারক খাতামুন্নবীয়িন আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পড়ো-মদীনা মনোয়ারা মসজিদে নববী-রওজা মোবারক ধাম।
পড়ো-কাফের কুফরী শিরক মুসরিক-বিদায় বাতিল হও এসেছে সত্যের‌ পয়গাম।
পড়ো-দ্বীন ইসলাম মানলাম, মানুষ ‌আবেদ, মাবুদ আল্লাহ।
পড়ো-আখের কেয়ামতের বিচারক আল্লাহ-শান্তি শাস্তি পুরস্কার আল্লাহর হাতে।
পড়ো-নবীর সাফায়াত, ‌কাওছার হাতে-মীজান ‌পুলসিরাতে।
পড়ো-হেরা পর্বত গুহা,বদর ওহুদ খন্দক,হোদায়বিয়া মীনা মুজদালিফা তাবুক তায়েফ আরাফা।
পড়ো-বাইতুল মোকাদ্দেস আক্কসা-জেরুজালেম ফিলিস্তিন কারবালা ফুরাত।
পড়ো-পাক‌ পাঞ্জাতন সাহাবী ‌খলিফা-খোলাফায়ে রাশেদীন, আনসার মোহাজেরিন।
পড়ো-সিহাহ সিত্তাহ- বোখারি মুসলিম তিরমিযি,সুনানে ‌ইবনে মাজাহ আবু দাউদ সুনানে নাসাঈ‌ শরীফ।
পড়ো-তরিকা তরীকত শরিয়ত মারেফত বেলায়েত।
পড়ো-ইমাম আজম আবু হানিফা, মালেকী শাফেয়ী,হাম্বলী চার মাজহাব।
পড়ো-ইসলাম অর্থ শান্তি-ইসলাম ধর্মে শান্তিভাব।
পড়ো- মক্তব মাদ্রাসা বিদ্যালয় পাঠশালা-ধর্মশালা।
পড়ো-বই পুস্তক ফিকহ দর্শন,অভিধান শাস্ত্রজ্ঞান-নিবন্ধ প্রবন্ধ-আলোচনা সমালোচনা সদুপদেশ।
পড়ো-ধর্ম অধর্মের ব্যবধান।
পড়ো-সুকর্ম কুকর্মের ফারাক-ন্যায় অন্যায়ের তফাত।
পড়ো-বিবেক বিবেচনা, আইন বিচারালয়।
পড়ো-আদব কায়দা তমিজ লেহাজ।
পড়ো‌-পড়ো! পড়া-ই মানুষের প্রথম কাজ।

উৎসর্গ: আমার প্রথম পুত্র:
মোঃ মোত্তাকিন আহমেদ'কে পরম স্নেহাশিস সহ। ​