হে কবি তোমাকে সালাম
তোমার কবিতা পড়ে মুগ্ধ হলাম,
"মনের সাতকাহন" তোমার কবিতার বই
আমি এক নগন্য পাঠক আমি কবি নই।
সহজ সরল পদ্য মোটামুটি বুঝি
বিনয় বচনে স্বীকার করি সোজাসুজি।
তোমার ভাষার গতি সরল অবাধ
পড়তে হয়না কোন কষ্ট ক্লেশ প্রমাদ।
মনের সাতকাহন কাব্যগ্রন্থের উৎসর্গ পত্রে
লিখেছো তুমি, অনুজপ্রতিম আমার নাম
প্রত্যুত্তরে তোমাকে জানাই আমি শ্রদ্ধা ও সালাম।
দেখেছি তোমার কাব্যে পিতৃমাতৃ ভক্তি শ্রদ্ধাবোধ
করেছো পরম যত্নে জন্মঋণ শোধ।
দেখেছি তোমার কাব্যে অসামান্য দেশাত্মবোধ
দেশদ্রোহী তোমার চোখে অভাগা নির্বোধ।
দেখেছি তোমার কাব্যে জুলুমের বিপক্ষে প্রতিবাদ
খাঁটি মনুষ্যত্ববোধ আর মানবতাবাদ।
জুলুমবাজের প্রতি ঘৃণার উৎসার
তোমার বাণী ও বাক্যে দেখেছি সোচ্চার।
খাঁটি তোমার ধর্মবোধ তুমি এক খাঁটি মুসলিম
ইসলামের জন্য তোমার দরদ অপরিসীম।
ন্যায়নীতি বোধে তুমি বেশ ঈমানদার
ন্যায্য কথা লিখতে কলম বেশ ক্ষুরধার।
আর্তের আর্তনাদে ব্যথিত তোমার মন
দীন দুঃখির কল্যান চিন্তায় বিচলিত ব্যস্থ সর্বক্ষন।
অন্যায় অবিচার জুলুম অত্যাচারি,
এসবের বিপক্ষে-
তোমার কলম এক খাপখোলা তরবারি।
তোষামোদ মিথ্যাচার,কূসংস্কার আর অনাচার
তোমাকে দেখলেই, পথ খুঁজে পালাবার।
সত্যের সমর্থক তুমি লিখে যাও সত্যের কালাম
হাজেরা কোরেশী অপি,হে প্রিয় কবি
তোমাকে জানাই আবারো সালাম।
(উৎসর্গঃ অগ্রজা কবি হাজেরা কোরেশী অপি)