তারা রাজাকার তারা আমার সোনার বাংলায়
করেছে কিছু রাজকীয় কায়কারবার
তখন আমার বাংলা ছিল
তাদের দুর্বৃত্ত রাজার অধীন!
আমরা ছিলাম তাদের কাছে দীনের
চেয়েও দীন!
তারা করেছে গণহত্যা,গণধর্ষন
মানবতার কোমল মাংসে বসিয়েছে বিঁষদংশন!
বাংলার জলে স্থলে এমনকি জেলেও
এদের থাকার এক ইঞ্চি জায়গাও নাই
এদের ফাঁসি দিয়ে বাংলার জেলখানাও
খালি করা চাই!
এরা পাকিস্তানেরঔরশজাত বাংলার ত্যাজ্যপুত্র
এদের ফাঁসির দাবী উঠেছে বাংলায় ও বিশ্বের সর্বত্র।
যেখানে যত বাঙালী আছে হয়েছে একত্র!