বিশ্বাস করো আমি প্রেমিক নই
আমি জগত শ্রেষ্ট এক মিথ্যুক,
নিজের প্রানের চেয়ে অন্য কিছুতো,
বেশী প্রিয় হতে পারেনা।
অথচ আমি তোমাকে বলি প্রাণ প্রিয়
জবাবে আমাকে তোমারও তা'ই বলা
কি চমৎকার সমীকরন?
মিথ্যের সাথে মিথ্যের ছলাকলা,
শোরাহী কে দুধদান বলা।
জগতে বোধহয় সকল প্রেমিক মিথ্যে কথা বলে?
বিশ্বাস করতে নেই এসব কথায়
অমুল্য জীবনের মুল্য কি মিথ্যে কথায় চুঁকেবুকে যায়?
তোমাকে জড়িয়ে ধরবার যথেষ্ট
শক্তি সামর্থ্য আছে আমার বাহুতে
তবু আমি লজ্জা এবং লোকচক্ষুর ভয়
অতিক্রম করতে পারিনা।
আমাকে চুমো দেবার কত আয়োজন তোমার ঠোঁটে,আমার মাথাটি রাখবার মতো যথেষ্ট প্রশস্থ তোমার বুক।
এসবে তোমার প্রাণ বিপন্ন হবার কোন আশংকা নেই,কিন্তু মানের ভয়ে তুমি তেমন অগ্রসর হতে পারনা।
প্রাণ এবং মান দুটি অমুল্য বস্তু
মানের মুল্য প্রাণের তুল্য।
প্রাণের সাথে মানের তাই নিবিড় আত্মীয়তা,
প্রাণপ্রিয় আসলে একটি ভারী মিথ্যে কথা।