প্রেমরূপে মন মজে যখন
কামরূপের অন্দরমহলের
দরোজা খুলে তখন।
প্রেমে মন উত্তপ্ত হলে
কামের স্বর্ণচূলায় আগুন জ্বলে।
প্রেমশক্তি অন্তরে নাই যার
কামঞ্চলের গোপন সুগন্ধি শিসির
মুখ খোলা তার পক্ষে ভার।
মুখবদ্ধ আতরের শিসির চাইতে
মুখ খোলা আলকাতরা টিন ভালো
অন্তত বুঝা যায় আলকাতরা
পদার্থটি কতোটা ঝাঁঝালো।
প্রেমছাড়া কাম,ব্যর্থ হয় জানি
এর চেয়ে আরামের দাঁদের চুলকানি।