হে প্রভু দয়াময় মানুষের রব,
আমাদের কিছুই নেই তোমারই তো সব।
অনন্ত অসীম তুমি অক্ষয় অব্যয়,
জগতের স্রষ্টা তুমি অপার বিস্ময়।
মানুষের উপরে আসে বালা মুসিবত,
তোমাকে অমান্য করে ধরিলে কুপথ।
রোগ শোক ব্যথাব্যাধি দুঃখ আর ভয়,
ক্ষনিক উপদ্রব মাত্র,বিশ্বাস আর ভক্তি যদি রয়।
জগতে দিয়েছে দেখা মারি মহামারী,
মানুষ নিরুপায় হয়ে করছে আহাজারি।
মানুষের আরাই বড়াই লড়াই বিক্রম,
আধুনিক চিকিৎসা বিদ্যা সব পণ্ডশ্রম।
করোনা আতঙ্কে আজ সব আতঙ্কিত,
জীবনের দুয়ারে খাড়া সাক্ষাত যমদুত!
ধনবল জনবল রাজা আর প্রজা,
তোমার দণ্ডাদেশে সব আজ সোজা।
তুমি মহা প্রজ্ঞাময় সর্বশক্তিমান
মানুষের বুদ্ধিবল জ্ঞান বিজ্ঞান,
তোমার পরাক্রমে সব ম্রীয়মান।
বৈজ্ঞানিক ধ্যান ধারণার কোনো কলকাঠি
একবিন্দু শস্যধানা ফলাতে পারবেনা
বৃষ্টিতে না ভিজলে মাটি।
মানুষের পাপ তাপ জল আর ধুলিকনার প্রমান,
তোমার দয়াগুন অনন্ত অসীম সাগর আর পর্বত সমান।
তোমার দয়া থেকে যে হবে নিরাশ,
তাঁর কোন রক্ষা নাই হবে সর্বনাশ।
নিরাশ না হতে তুমি করেছো আদেশ
ক্ষমার দরোজা খুলে রেখেছো সর্বদা,
কোন বাঁধা নিষেধ নেই করিতে প্রবেশ।
দয়াকরে দয়াময় দুর করো ভয়
বালাই উঠিয়ে নিয়ে দাও নিরাময়।