প্রাণের কথা শুনতে চাইলে বুকে পাতো কান
প্রাণসজনী শুনতে পাবে ভালোবাসার গান।
জোরেশোরে বলতে গেলে শুনে ফেলবে কেউ
প্রানের সারিন্দা বলে আইলাভ ইয়্যূ।
আমি তোমায় ভালোবাসি বাসবো চিরদিন,
তোমাকে ভুলে যাবো নয়তো আমি এমন হৃদয়হীন।
তোমার আদর তোমার সোহাগ চাইযে প্রতিদিন,
তোমার আমার মাঝখানে তা চলবে চিরদিন।
একদিনে যা শেষ এমন মিঠাই খাওয়ার
চাইতে উপোষ থাকাই বেশ।
তোমার আমার প্রেম যমুনায় উজান ভাটা হবে,
যতদিন প্রাণ ঘড়িটির কাঁটা চালু রবে।
তারিখঃ ২৭ জুন ২০২০ ইং