মাঝে পত্র দিও প্রিয় অনামিকা
তোমার কুশল বাণী নিজ হাতে লিখা
পত্র চাই চাইনাকো সংবাদ পত্রিকা।
বেনামেই লিখো প্রিয় তবু তুমি পত্র দিও
খামের উপর লিখো অনামিকা
এতেই আসবে পত্র লাগবেনা আর কিছু লিখা।
আলস্য লাগে যদি লিখিতে প্রেম প্রীতি
শুধু তোমার কুশলটুকু লিখে শেষে দিও ইতি
তোমার কুশল বার্তা পেলে হয়ত ভুলা যাবে
তোমাকে না দেখার ক্ষতি?
বহুদিন হল আছি তোমার পত্রের আশে
কুশল পাঠাওনা কেনো আমার সকাসে?
পথ চেয়ে আছি যদি আসে তোমার পত্রবাহক
বৃষ্টির অপেক্ষায় যেমন থাকে তৃষ্ণার্ত চাতক।