ছয়শত খ্রীষ্টীয় সনে ছাব্বিশ রজব দিবাগত রাতে
আসিলেন জীবরাঈল (আঃ)
মহানবীজী (সঃ) এর হুজরাতে।
করিলেন আরজ,জোড় করে দুহাত
ইয়া,নবী প্রভু চাহেন আপনার সহিত
করিতে মোলাকাত।
নিয়ে এসেছি প্রভুর নিমন্ত্রন মোবারক বদন করিতে বহন সাথে এনেছি ত্বরিৎ বাহন।
দয়া করিয়া করুন আরোহন মোবারক কদম বাড়ায়ে,
মুহুর্তে যাইবেন অনেক দুর পথ পাড়ায়ে।
পবিত্র মসজিদুল আকসায় নবী পয়গম্বর যত সেথায় হয়েছেন জমায়েত।
সকল নবীদের বাসনা আজ
দু'রাকাত নামায পড়িবেন আপনার পিছনে দাঁড়ায়ে।
নবীগন সকলের নিকটে জানিলাম
আপনিই হইলেন তাঁহাদের ইমাম।
তারপরে জীবরাঈলে বোরাকের কর্ণমুলে
কহিলেন তোমার পিঠে আজ
হইবেন সওয়ার-খোদার হাবীব নবীদের সরদার।
তা'জিম করিও তাঁর করিলাম হুসিয়ার
নাহলে স্বয়ং খোদা হইবেন বেজার।
ইহার সামান্য পরে অতিশয় বিনয় করে
নবীজির বরাবরে ঐশী বাহক করিলেন আহবান।
আসুন আসুন-মহাশয় ডেকেছেন দয়াময়
কুদরতি নিদর্শন দেখাতে আপনাকে।
গমন করে উর্দ্ধলোকে দেখিবেন নিজ চোখে
আপন-বন্ধুর পবিত্র সিংহাসন।
সিদরাতুল মুনতাহায় গিয়ে ফেরেশতা বিদায় নিয়ে
কহিলেন,আমার সীমানা এই-এর বেশী কিছুতেই,যাইতে পারিনা,প্রভুর ইহাতে অনুমতি নেই।
নবীজিকে দিলেন সঁপে-কুদরতি রফরফে ,
সত্তর হাজার নুরানী পর্দা
করিয়া লঙ্ঘন আসুকের সহিত মাসুকের হইলো মিলন।
আপন বন্ধুর সনে-বসিয়া একাসনে
একান্ত নির্জনে করিলেন দুজনে-মধুর আলাপন।
প্রভু কহেন বন্ধুয়ারে যেতে না দেবো তোমারে
সহিতে পারিনা আমি আর
তোমার বিরহ-বিচ্ছেদ ভার।
শুনে প্রভুর এই বাণী-নত করে মাথাখানি
মহানবী পড়িলেন সিজদায়
দোঁহাই লাগে প্রাননাথ-যেতে দাও আমায়।
আমায় যদি রেখে দাও নিকটে তোমার,
তুমি যে দীনবন্ধু-দয়াময় দয়ার সিন্ধু
জগতে এই গুনগান কে করবে প্রচার?
কেই বা করিবে পার,গুনাহগার উম্মতরে আমার।