তুমি ছবি আঁক,কত কিসিমের মানুষ
কীটপতঙ্গঁ পশুপাখি মাঠ ঘাটপুকুর
নদীনালা ফুলপাতা তরুলতা পুস্পোধ্যান
মরুসাহারা প্রস্রবন ফোয়ারা রৌদ্রছায়া
জোছনা চন্দ্র-সুর্য্য তারা শিশির
কুয়াশা মেঘ-বৃষ্টিধারা অরন্য বনানি সমতল
পাহাড় নগর বন্দর জনবসতি বাজার
মন্দির মসজিদ গীর্জা-প্যাগোডা।
পানশালা-নৃত্যশালা পুজামণ্ডপ দেবদেবী
ধুপদানী স্বর্গোধ্যান এমনকি তুমি চাইলে একখানা
ক্যালেণ্ডারের ব্যাকপিঠে এঁকে ফেলতে পারো,
সমগ্র একখানা হিমালয়ের ছবি
অলিম্পিক পর্বতমালা এশিয়া ইউরোপ
আরব আটলান্টিক ভারত মহাসাগর।
তুমি চাইলে আঁকতে পারো,সমগ্র
একখানা পৃথিবীও সাতখানা আসমান।
উৎসর্গ: চিত্রশিল্পী সুষ্মিতা সেন,ভারত।
মঙ্গলবার ১২ই কার্তিক ১৪২২ বাঙলা