ক্ষমা করো কলম আর কবিতার খাতা
লেখালেখি ক্ষান্ত দিলাম ছড়াও কবিতা
এছাড়া মনে তেমন লেখার জোরও নাই
অযথা রাত্রি জাগি নির্ঘুম কাটাই।
লিখেছি যা এ জীবনে হয়নি সুনাম
কেন লেখালেখি করি উল্টো বদনাম
সুজন স্বজনে করে হাসিঠাট্টা কানাকানি,
লোকমুখে শুনি তুচ্ছতাচ্ছিল্যের বাণী।
কবি লেখক ভাব ধরছি নিস্কর্মা অলস
ঘরে নাই তাই দানাপানি শুন্যকলস
অভাবের অজগর গিলে খেলো সব
আমার কথা কাব্যের বাণীও সৌরভ।