(১)
বিশ্বাসে নিকটে খোদা
তর্ক করলে দুর।
অসাধ্য সাধনে আসে
মনে থাকলে জোর।
অবাধ্য বাধ্য হয়না
শুধু তনুর জোরে।
কার্যসিদ্ধি হয়-
যখন কৌশলে ধরে।
(২)
শুনেছি মেওয়া ফলে
করিলে সবুর
শুধু দোয়া'য় পোয়া অয়না
লাগে তনু'র জোর।
তিক্ত কথায় শত্রু বাড়ে
মিষ্ট কথায় মিত্র
বিনয়ে মর্যাদা বাড়ে
অহংকারে,পতন সর্বত্র।