নিন্দা হলো প্রসংশার বিপরীত কর্ম
নিন্দাবাদ জিন্দা রাখা নিন্দুকের ধর্ম
নিন্দায় ভালোও কালো হয়ে যায়
নিন্দায় আলোতেও আঁধার দেখায়।
পরের নিন্দামন্দ যে করে প্রচার
জগতে সে সবচে বড়ো দুরাচার
অপরের নিন্দা চর্চা ভারী বদভ্যাস
নিন্দাচারী অসৎ আর চাক্ষুষ বদমাশ।
পরের নিন্দায় যে সদা পঞ্চমুখ
নিজের নিন্দা শুনতে সেও তো বিমুখ?
নিন্দায় অপরের যা করে ক্ষয়ক্ষতি
নিন্দুকের ভাগ্যে জুটে সমুচিত দুর্গতি।