এসো বাবা বসো চা খাও তাড়াহুড়ো করোনা
রাতে খেয়ে যাবে,এইকদিন আসোনি কেন? ব্যস্থ ছিলে বুঝি?
তোমার মায়ের এই দিলখোলা আন্তরিক আদর আপ্যায়নে আমি বড় প্রীত হই আনন্দিত হই, নিশ্চয়ই এর তারিফ করতে হয়।
যেহেতু আমি যাই,কিংবা তোমাদের বাড়িতে আসি,সেহেতু তোমার ও বোধহয় বুঝতে বাকি নেই এর নিহিতার্থ,আমি রাতের আহার কিংবা চায়ের নিমন্ত্রণ ,খেতে আসিনা,আমি আসি,তার একটাই কারণ আমি তোমাকে ভালোবাসি।
তোমার ঠোঁটের নিচে ডানপাশে থুঁতনীতে সুন্দর একটি কালো তিল আছে,
এছাড়া তোমার শরীরের আনাচে কানাচে আরো যত অদৃশ্য তিলক রেখা, সারা অঙ্গে যেখানে যত সুন্দর চিহ্ন সবকটি ছুঁয়ে ছুঁয়ে আমি আদর করতে চাই,তার একটাই কারণ আমি তোমাকে ভালোবাসি।
তোমার মাথার সিঁথি থেকে উরুসন্ধির সিঁথি, প্রশস্ত ললাট গোলাপী কপোল, মায়াবী মুখে সমুন্নত বুকে, কাজল কালো চোখে, নরোম নাভিমুলে ঘামসিক্ত বাহুমূলে হাতের আঙুলে পায়ের পাতায়, গাঁড়ে গ্রীবায়,পিঠবেয়ে কোমর ছোঁয়া খোঁপাখোলা চুলে,আমি আদরের বিলি কাটতে চাই,কারন একটাই, আমি তোমাকে ভালোবাসি।
তথাপি যতবার যাই হয়না এর কোনটাই, তোমার মায়ের হাতে চা কিংবা রাতের খাবার খেয়ে আসি।
তোমার দেখা পাই, তোমাকে দেখেও আসি,টুকটাক কথাবার্তা হয় আর মুচকি হাসি,আসল কথাটাই বলা হয়না আমি তোমাকে ভালোবাসি।
বলা হয়না আমি তোমাদের বাড়িতে রাতের আহার কিংবা চায়ের নিমন্ত্রণ
খেতে আসিনি, এসেছিলাম আমি তোমাকে ভালোবাসি বলতে।