নেতাকে কহিও আমি মরমী কবি ও বাউল
মানুষকে নিরন্ন রেখে গোদামজাত করিনা ধান চাউল।
নেতাকে কহিও আমার দুঃখ দুর্গতি
এ নিয়ে চাইনা আমি অপ-রাজনীতি।
নেতাকে কহিও নাই আমার কাঁথা কম্বল
গতরে পোশাক নাই খালি গা সম্বল।
নেতাকে কহিও আমার চালে নাই ছানি
ক্ষুধার্ত থাকি প্রায়ই ঘরে নাই দানাপানি।
নেতাকে কহিও আমার হয়েছে অসুখ
ওষুধ পথ্যি নাই, অভাবের আয়নায় রোজ দেখি মুখ।
নেতাকে কহিও আমি বড় মজলুম
আমার প্রতি শুধু হয়েছে জুলুম।
নেতাকে কহিও আমি ঝোপ বুঝে দেই না কোপ
অন্যায় অবিচার দেখে রইতে পারি না নীরব নিশ্চুপ।
নেতাকে কহিও আমি করি না দুর্নীতি
লোভ লালসা দেখিয়ে কারো করতে চাই না ক্ষতি।
নেতাকে কহিও আমি সাধারণ মানুষ
নির্দোষ কে অকারণে দেই না কোন দোষ।
নেতাকে কহিও আমি ভোট এলে দিতে যাই ভোট
পেশি শক্তির বলে করি না কারো ধন সম্পদ লুট।
নেতাকে কহিও আমি চাই রাস্তাঘাট
দরপত্র টেণ্ডারবাজির আমার নাই দোকানপাট।
নেতাকে কহিও আমি চাই না মিছে আশ্বাস
জলজ্যান্ত মিথ্যাভাষণ করি না বিশ্বাস।
নেতাকে কহিও দেই আমি মুসক আর কর
নিম্নমুখি হোক নিত্যপণ্যের উর্দ্ধমুখি দর।
নেতাকে কহিও থামাও পুলিশের লাঠি
ক্ষমতার লড়াই বড়াই গদি উল্টে গেলে হয় মাটি।
তারিখঃ ০৮-০৫-২০২১ ইং