নারী পুরুষ শ্রেষ্টত্বের বড়াই
মাঝে মধ্যে এ নিয়ে বেঁধে যায় লড়াই
পক্ষে বিপক্ষে থাকে,কত ভেদ-বাক্য,
আমি দিলাম এ বিষয়ে সমতার সাক্ষ্য।
নারী পুরুষ সমান সমান
বেশকম নয় একদণ্ড
যারা বলে বেশকম
তারা মিথ্যেবাদী ভণ্ড।
সংসারে আছে নারী পুরুষের
সমান অংশীদারি,
জোর জুলুমের অবকাশ নাই
চলবেনা অত্যাচারী।
নারীর উপরে পুরুষের যেমন
রয়েছে অধিকার
পুরুষের উপর ধার্য্য আছে
সমান মুল্য তাঁর।
জামালপুর, বাংলাদেশ।
লিখার তারিখঃ ২৫/০৭/২০২০ ইং শনিবার।
উৎসর্গঃ কবি শিউলি নন্দন।
বর্ধমান,পশ্চিমবঙ্গ ভারত।