শ্রান্ত হয়ে ক্ষান্ত দিলাম প্রেম নিবেদন
নামঞ্জুর করেছো তুমি,আমার আবেদন
সবুর করে বসেছি প্রিয়,সবুরে মেওয়া ফলে
হয়তো কখনো প্রেমের মালা দেবে আমার গলে।
আমি গেলাম হেরে সখি,তোমার হলো জয়
রইলোনা আর তোমার মনে লোক লজ্জার ভয়।
ঘুম পাঁড়ালাম হৃদয় নদীর উতাল পাতাল ঢেউ
আমি তোমায় ভালোবাসি জানবে নাতো কেউ।
তুমি যত দুঃখ দিয়েছো রাখবো বুকে জমা
মুখ ফুটে নালিশ করবোনা কখনো প্রিয়তমা।