বিশ্বাস করোন আমি কবি নই
এই দেখুন আমার মাথায় বাবরি চুল নেই,
আমি সাধু সন্ত বা দরবেশও নই,এই দেখুন আমার মাথায় কোন ঝটাঝুট নেই।
অসাধু প্রতারক কিংবা ভণ্ডও নই,
ভণ্ডামীর মেকাপে আমি কখনো গাত্র বরন ঢাকিনি।
আমি এক ভুলোমনা সরল প্রেমিক,
কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে
আমি কাঁদতে গিয়ে ভুল করে হেসে ফেলি।
লাভ লোকসানের হিসেব বুঝিনা
শুধু এটুকু বুঝি-মানুষ মুলতঃ
প্রেমময় এবং প্রেমের ভিখারী।
তাই আমি বগলে প্রেমের জল ভরা কলসী নিয়ে
হিংসার দাবানল নেভাতে পথে পথে ঘুরি।
মাঝে মাঝে ক্লান্তিতে যখন আর
পা চলেনা, তখন পথের কিনারে,প্রেমের জায়নামায বিছিয়ে বসে পড়ি নতজানু প্রার্থনায়।
অস্ফুটে উচ্চারন করি জগত প্রেমময় হোক
মানবিক মুল্যবোধের উদ্বোধন হোক সর্বত্র।
হিংসার বদলে প্রেমের চাষাবাদে লিপ্ত হোক প্রতিটি নর নারী।
মানুষের মনোভুমি,বলবান হোক ফলবান হোক প্রেম ও সম্প্রীতির বারি বর্ষনে।