আমার প্রথম পুত্র মোঃ মোত্তাকিন আহমদ কে নিবেদিত কবিতাঃ
তুই যে আমার রক্তকণা জীবনের সম্বল
জীবন বৃক্ষের ডালে আমার তুই যে প্রথম ফল,
তুই যে আমার আদরের ধন মনের মনোবল,
তোকে পেয়েই জীবন আমার আনন্দে ঝলমল।
তুই যে আমার সোনামানিক প্রাণের বাছাধন,
তোকে দেখেই ধন্য হলো আমার দুই নয়ন।
আমি যে তোর নাম রেখেছি মোহাম্মদ মোত্তাকিন,
নামের উপর রাখিস বাবা বিশ্বাস একিন।
এই নামের অর্থ হলো ধার্মিক আল্লাহ ভক্ত,
ঈমান আমল ঠিক রাখিস বাবা কাজটি বড়ো শক্ত।
আল্লাহর আদেশ, নিষেধ মেনে চলিস,
মিথ্যা ছেড়ে সত্য বলিস,
হালাল খাবার পাইলে গিলিস,
নয় থাকিস অভুক্ত,
সালাম কালাম করিস লোককে
নামায পড়িস পাঁচ ওয়াক্ত।
আল্লাহর কাছে তোর জন্য বাবা করি এই মোনাজাত,
আল্লাহ যেন দান করেন তোকে নেক এলেম আমল আর সুদীর্ঘ পুণ্যময় হায়াত।
লেখার তারিখঃ ২১/০৮/২০২০ ইং।