মুজিব মানে সাতই মার্চের বজ্রকণ্ঠ ঐতিহাসিক ভাষণ
মুজিব মানে রুখে দাঁড়াও পশ্চিম পাকিস্তানী দুঃশাসন,
মুজিব মানে মুক্তিযুদ্ধ পরাধীনতা শেষ
মুজিব মানে লালসবুজ পতাকার স্বাধীন বাংলাদেশ।
মুজিব মানে জয়বাংলা বাংলার জয়,
মুজিব মানে বাঙালির সাহসের প্রতীক বাঙালি কাউকে করেনা ভয়।
মুজিব মানে বাঙালি জাতির পিতা
মুজিব মানে বঙ্গবন্ধু,
মুজিব মানে অন্যায় দেখলে আপোষ নয় একবিন্দু।
মুজিব মানে জনদরদী অবিসংবাদিত জননেতা,
মুজিব মানে গণতন্ত্রের পক্ষে গণতান্ত্রিক রাষ্ট্রনেতা।