(১) পরিণাম
মরে গেলে পড়ে রয় নাম খ্যাতি যশ-মাটিতে আছাড় খেয়ে ভেঙ্গে যায় মাটির কলস।
মরে গেলে রয়না সুনাম আরাই বড়াই-কার কি পরিণাম ঠিক জানা নাই।
(২) আত্মশুদ্ধি
সর্বাগ্রে আত্মশুদ্ধি-তৎপরে হুশবুদ্ধি ঠিক রাখা চাই।
অতঃপর চাই পরিত্রাণ-মৃত্যুর পরবর্তী মুশকিল আসান।
মৃত্যু অমোঘ সত্য-সবার জানা এই তত্ত্ব।
একে দেওয়া যায়না ফাঁকি- একথা জানেনা কেউ কার আয়ূ কতদিন বাকি?
ক্ষণস্থায়ী ভোগ বাসনা ছাড়ো-ষড়রিপুর তাড়নায় ঢিল ছুঁড়ে মারো।
সহায় সম্পদ নিয়ে লড়াই থামাই-দাম্ভিক মস্তক একটু মাটিতে নামাই।
(৩) ক্ষমাভিক্ষা
অন্তিমে উঠাই সবে হাত-করজোড় মিনতি করি প্রভূর সাক্ষাত।
আমরা দোষের দোষী-যা কর তোমার খুশি।
আখেরি বিচারকাল-করে দিলে বানচাল।
সবকিছুর দফারফা-সকলের পাপ সফা।
করে দিতে যদি তোমার হয় মত-কার শক্তি আছে কার বা কিম্মত।
তোমাকে জিজ্ঞাসে তার-কারণ কৈফত?
জানি তুমি দয়াময়-তাই আমরা নির্ভয়।
করেছি যত পাপ তাপ-তোমার দয়ার গুণে সব হবে মাফ।