মৌল বা-মৌলিক শব্দটি, বাদ কিংবা ভয়ঙ্কর নয় আদপে নিরীহ।
এর সহজ সরল মানে আদি ও অকৃত্রিম,মুলের সঙ্গে সম্পর্কিত মুলসংক্রান্ত।
এর সঙ্গে বাদ-মৌলবাদ,জোড়া লাগিয়ে আমরা শব্দটিকে একেবারে বরবাদ করে ফেলেছি।
এখন এর সজ্ঞায়ন খুব জটিল ভয়ঙ্কর।
যারা অন্ধ কুসংস্কার ও গোঁড়ামী'র খড়গ হস্তে
আমাদের জাতি সত্তার মুলোৎপাটনে পূর্বাপর তৎপর,এখন এটা তাদেরই উপাধি।
পৃথিবীর সকল ধর্মীয়
ন্যায় আদর্শ ও মানবিক মুল্যবোধের ভিত্তি
নাড়িয়ে দিচ্ছে এই বিশেষনের বিশেষায়িত গোষ্ঠি।
আর আমরা আইন ও বিচার বহির্ভূত বেআইনি হত্যাকাণ্ডের ছিদ্র রিফু করছি এনকাউন্টার ও ক্রসফায়ার নামক বিলিতি শব্দ দিয়ে।