ভালোবাসি বলতে গিয়ে-না বলেই চলে আসি,
হয়তোবা লজ্জা-নয়তো ভয়টা একটু বেশী।
মুখ ফুটে বলিনি কিছু-খোঁপায় দিলাম ফুল
তুমিও দাওনি বাঁধা-করোনি গণ্ডগোল।
আমার হলোনা বলা-তুমিও বলোনি ভালোবাসি,
তোমার মৌনতা দেখে-মনের কথা গোপন রেখে,আমিও চলে আসি।
খোঁপা খুলে দেখবে যখন ফুল হয়েছে বাসি
তখন হয়তো কান্না পাবে নয়তো পাবে হাসি।
বলবে তখন কিছু কথা-করা যায়না মুখে উচ্চারন,
সংশয় নয় বুঝে নিতে হয়-মৌনতা সম্মতির লক্ষন।