মায়ের কাছে নিয়েছি
মাতৃভাষার প্রথম সবক,
লিখেছি
সে ভাষায়-কবিতার নানান স্তবক।
লিখেছি
সে ভাষায়-সুখের সুবিন্যস্ত বাণী
লিখেছি
জানাশুনা দুঃখের কাহিনী।
লিখেছি
আনন্দ-শোক কষ্ট আর ক্ষত
লিখেছি
সাধুসন্ত্ব ভণ্ড-মহত।
লিখেছি
সাদাকালো-ছলাকলা সরল চাতুরি,
লিখেছি
ভীরুতা-কমজোরি আর বাহাদুরি।
লিখেছি
প্রেমগাঁথা মিলন বিচ্ছেদ
লিখেছি
ক্ষোভ লোভ আক্ষেপ খেদ।
লিখেছি
নরনারীর ভাবের আবেশ
লিখেছি
সঙ্গম সুখ গর্ভের উন্মেষ।
লিখেছি
গর্ভসুখ প্রসবের বেদনা
লিখেছি
ভুমিষ্ঠ শিশুর প্রথম কান্না।
লিখেছি
শিশু মুখের আদো আদো বুলি
লিখেছি
শিশুতোষ ঠাকুমার ঝুলি।
লিখেছি
মাছরাঙা পানকৌড়ি বক
লিখেছি
মায়ের ভাষায় শিশুদের প্রথম সবক।